।।সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি।।
বিলাইছড়িতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২ নং কেংড়াছড়ি ইউনিয়নে বাজার প্রাঙ্গণে বিগত ৮ এপ্রিল ২০২৩ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ডেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এইসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদ আলম রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলাম, ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম প্রমুখ।
এসময় ক্ষতিগ্রস্থ মোট ৩৪ পরিবারে ২ বান ডেউটিন এবং জনপ্রতি নগদ ৬০০০ করে টাকা দেওয়া হয়েছে।