সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
Homeকৃষিখাগড়াছড়িতে অপরিকল্পিত ড্রেন নির্মাণ: ৮০ লাখ টাকার প্রকল্পের খুঁত

খাগড়াছড়িতে অপরিকল্পিত ড্রেন নির্মাণ: ৮০ লাখ টাকার প্রকল্পের খুঁত

।। খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ি পৌরসভা কর্তৃপক্ষের দ্বারা ব্রিজের নীচে নির্মিত ২৫০ মিটার দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের ড্রেনের প্রকল্পে অবিশ্বাস্যভাবে অপরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে। শহরের অর্পনা চৌধুরী পাড়া এলাকায় এই ড্রেন নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৮০ লাখ টাকা, যা স্থানীয়দের মধ্যে হতাশা ও উদ্বেগের জন্ম দিয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, পৌরসভার প্রকৌশল বিভাগের তদারকিতে এমন একটি অব্যবহৃত উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। তবে নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানিয়েছেন, প্রকল্পটি সম্ভবত অজান্তে এমনভাবে বাস্তবায়িত হয়েছে।

সরজমিনে গিয়ে জানা যায়, ড্রেন নির্মাণের ফলে ছড়ার পরিধি সংকুচিত হয়েছে, যা পানির প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে। এর ফলে ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে, খাগড়াছড়ি পৌর শহর চলতি বছরে ৪ বার প্লাবিত হয়েছে, যা অনেকেই এই অপরিকল্পিত উন্নয়নের সঙ্গে যুক্ত করছে।

খাগড়াছড়ির বেসরকারি উন্নয়ন সংস্থা -জাবারাং এর নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা মন্তব্য করেন, “ব্রিজের নীচে ড্রেন নির্মাণ একটি অপরিকল্পিত উন্নয়নের উদাহরণ। শহর উন্নয়ন পরিকল্পনার সঙ্গে নাগরিকদের পরিচিতি বাড়াতে হবে।”

নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, ড্রেন নির্মাণের কাজ ৪-৫ মাস আগে শুরু হয়েছে এবং প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট সকলকে ডেকে বিষয়টি ব্যাখ্যা করতে বলা হয়েছে।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: