
সাথোয়াই মারমা, রোয়াংছড়ি।।
রোয়াংছড়ি জোন কমান্ডার মেজর ইয়াসিন আজিজ বলেছেন, যেকোনো বিপদে সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকবে। তাদের চিকিৎসা সহ সার্বিক দেখভালসহ প্রশাসনিক সুবিধা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আজ সোমবার পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয়ে প্রাঙ্গণে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রকল্প ম্যানেজার লাল রাম কাপ বম সভাপতিত্বে প্রধান অতিথি থেকে তিনি এসব মন্তব্যে করেন।
মেজর ইয়াসিন আরো বলেন, পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের জাতিগোষ্ঠীর সদস্যদের পাশে সেনাবাহিনী থাকবে। শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা, অন্য বস্ত্রসহ নানা সহায়তা কাজে সেনাবাহিনী পাশে আছে আগামীতেও পাশে থাকার আশ্বাস প্রদান করে তিনি।
এর আগে মায়েদের আইজিপি কার্যক্রমের আওতায় নারীদের মাঝে হস্তশিল্প, পশুজাত ও শতাধিক শিশুদের জনকে ও পশু পালন এবং স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীর মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদানসহ জাতীয় পুষ্টিকর খাবার সামগ্রী উপহার প্রদান করে তিনি।
অনুষ্ঠানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জিয়া। এসময় শতাধিক অভিভাবক, অফিসে কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।