
মোঃ মহিউদ্দিন বাঘাইছড়ি।।
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের সাজেক অদ্বিতি পাবলিক স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই উপহার দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে সাজেক অদ্বিতি পাবলিক স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষের সরকারী প্রাক প্রাথমিক হইতে ৩য় শ্রেণীর বই তুলে দেন বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন, পিএসসি।
অনুষ্ঠানে সাজেক অদ্বিতি পাবলিক স্কুলের সভাপতি মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক, পিএসসি, মো: প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন, ৩৬নং সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা (নয়ন), স্কুল পরিচালনা কমিটির সদস্য সাজেক ইউনিয়ন মহিলা মেম্বার সুমিতা চাকমা, বাঘাইহাট বাজার কমিটির সহসভাপতি মোঃ রায়হান উদ্দিন, সাজেক ইউনিয়ন বিনপি এর সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং স্কুল পরিচালনা কমিটির অন্যান্য সদস্যসহ বাঘাইহাট এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবকগন এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, সরকার কর্তৃক সমগ্র বাংলাদেশে বিনামূল্যের বই বিতরণ হচ্ছে, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ দরিদ্র অভিভাবকদের জন্য স্বস্তির ব্যাপার। রাষ্ট্রের পক্ষ থেকে এ সহায়তায় তাদের আর্থিক কষ্টের বোঝা অনেকটাই লাঘব হবে বলে আমাদের বিশ্বাস। শুধু বিনামূল্যের বই নয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আরও অনেক কিছু করার চিন্তা আছে বলে জানান প্রধান অতিথি।
এ ছাড়া শিক্ষার্থীদের ঝরে পড়াসহ প্রাথমিক শিক্ষার অন্যান্য সমস্যাগুলোর যদি প্রতিকার করা যায়, তাহলে এ দেশের নতুন প্রজন্ম শিক্ষার আলোয় শক্তভাবে গড়ে উঠতে পারবে, যা একটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা আগামীদিনের একটি দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে বিশ্বাস করেন জোন কমান্ডার, বাঘাইহাট জোন ।