লামায় যৌথ অভিযানে সন্ত্রাসী কর্তৃক অপহৃত বাগান ম্যানেজার উদ্ধার

0
30

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।

বান্দরবানের লামা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হিলটপ এগ্রো লিমিটেডের বাগান ম্যানেজার মো. রফিকুল ইসলামকে উদ্ধার করেছে।

রবিবার (৫ জানুয়ারী) বিকেলে উপজেলার গজালিয়া ইউনিয়ন সদর থেকে ২৩ কিলো মিটার দূর পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। মো.রফিকুল ইসলাম চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার আশিয়া মল্লা পাড়ার বাসিন্দা আব্দুর সবুরের ছেলে।

সূত্র জানায়,অপহরণের খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৩১ বীর আলীকদম জোনের মেজর আজিজের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর দুইটি টিমের সদস্যরা রফিকুল ইসলামকে উদ্ধারে দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ অভিযানে নামেন। অভিযানের এক পর্যায়ে রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে রফিকুল ইসলামকে বাগান থেকে এক কিলোমিটার দূর পাহাড়ের ঢালুতে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

উল্লেখ্য, ৪ জানুয়ারী ভোর ৪টার দিকে রফিকুল ইসলামকে বাগানের অফিস কক্ষ থেকে তুলে নিয়ে যায় অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীরা পরে বাগান মালিক নুরুল আকতারের মোবাইলের মাধ্যমে ১০ লাখ টাকা চাঁদা দাবী করেন।এর আগেও একই এলাকা থেকে লামা রাবারের সুপার ভাইজারকে অপহরণ করে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় সশস্ত্র সন্ত্রাসীরা।

অপহৃত বাগান ম্যানেজার মো. রফিকুল ইসলামকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মো.শাহাদাৎ হোসেন। তিনি বলেন, উদ্ধারের পর রফিকুল ইসলামকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here