
আরাফাত হোসেন বেলাল।। লংগদু।।
রাঙ্গামাটির লংগদু নদী ও পাহাড় ঘেঁষা উপজেলা হওয়ার সুবাদে ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশা আর হাড় কাপানি শীতের ঠান্ডায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের। অবশেষে তাদের পাশে দাঁড়িয়েছেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ ।
আজ সোমবার (৩০ডিসেম্বর) লংগদু উপজেলাধীন লংগদু মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং নিম্ন আয়ের মানুষদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ ছাত্রদের ও জনগণের দ্বারপ্রান্তে উপস্থিত হয়ে শীত নিবারণের জন্য তিনি কম্বল বিতরণ করেছেন।এ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়েছেন,এলাকার গরিব-দুঃখী ও খেটে খাওয়া মানুষ। লংগদু মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মোঃ ওবায়দুল্লাহ হারাব বলেন, আমার প্রতি বছর কম-বেশী সরকারী ভাবে শীত বস্ত্র(কম্বল) পেয়ে থাকি। তবে এ বছর খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের এখানে উপস্থিত হওয়ায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন লংগদু উপজেলা জামায়াতের আমির মাওলানা নাছির উদ্দিন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা সহ অন্যান্যরা, এতিম খানায় ৩০ পিস কম্বল দেওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু করেছে। এবং ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে গ্রামের মানুষের কাছে কম্বল পৌঁছে দেওয়া হবে।
লংগদু উপজেলা নির্বাহী কফিল উদ্দিন মাহমুদ বলেন, প্রচন্ড শীতে নিম্ন আয়ের মানুষ যেন শীত নিবারণ করে কিছুটা উষ্ণতা পায়। এ জন্য মাননীয় জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় আমরা লংগদু উপজেলার প্রশাসন, ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-সহ বিভিন্ন দপ্তরের অফিসারগনকে সাথে করে এই কম্বল বিতরণ করেন।