লংগদুতে তারণ্যের উৎসবে র‍্যালি ও আলোচনা সভা

0
25

আরাফাত হোসেন বেলাল।। লংগদু।।

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই ” এই স্লোগান কে সামনে রেখে (২  জানুয়ারী বৃহস্পতিবার ) রাঙামাটি লংগদুতে তারণ্যর উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  র‍্যালি টি উপজেলা পরিষদের সামনে থেকে সুরু  হয়ে উপজেলা পাবলিক লাইব্রেরীতে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানিয় সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ  বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শামসুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী সাখাওয়াত হোসেন,গাতাছড়া মাদ্রাসা সুপার মাওলানা ফোরকান আহম্মেদ, লংগদু প্রেস ক্লাবের উপদেষ্টা ইখলাস মিয়া খাঁন,লংগদু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও ছাত্র প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here