রুমা আবাসিক উচ্চ বিদ্যালয়ে আশিকার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন

0
26

উবাসিং মারমা।। রুমা।।

পার্বত্য চট্টগ্রামের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর উদ্যোগে রুমা উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রুমা আবাসিক বিদ্যালয়ে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০দিকে আশিকার উপ-নির্বাহী পরিচালক এড. কক্সী তালুকদার উপস্থিত থেকে উক্ত মেডিক্যাল ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন। এসময় আশিকার ফিন্যান্স ম্যানেজার যুগান্তর চাকমা, রুমা আবাসিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেদোয়ানুল হক, সমেস কান্তি চাকমা, প্রকল্প সমন্বয়কারী মিন্টু চাকমাসহ আশিকার বিভিন্ন প্রতিনিধি এবং বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা মেডিক্যাল কলেজের প্রাক্তন সহকারী সার্জন ডা: রতন কুমার খীসা।

উদ্বোধনী অনুষ্ঠানে অলি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মিন্টু চাকমা বলেন, দেশের স্বনামধন্য কোম্পানি বিএসআরএম এর অর্থায়নে এবং আশিকার মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্প AWLI রুমা উপজেলায় নানা ধরনের উন্নয়ন মূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই মেডিক্যাল ক্যাম্প।

সিনিয়র শিক্ষক রেদোয়ানুল হক বলেন, আশিকার উদ্যোগে শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের বিষয়টি খুবই প্রশংসনীয়। আবাসিক বিদ্যালয় হলেও এখানে শিক্ষার্থীদের চিকিৎসার কোন ব্যবস্থা নেই। তাই আশিকার মত অন্যান্য এনজিও গুলো যদি প্রতি বছর এই ধরনের চিকিৎসা সেবা অব্যাহত রাখে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিছুটা হলেও চিকিৎসা সেবার আওতায় আসবে।

উদ্বোধক এবং সমাপনী বক্তব্যে আশিকার উপ-নির্বাহী পরিচালক এড. কক্সী তালুকদার মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য আবাসিক বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মূলত বিএসআরএম এর সামাজিক কাজেরই একটি অংশ AWLI প্রকল্প ; আর প্রকল্পের অন্যতম একটি কর্মসূচী আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা। আশিকা তিন পার্বত্য জেলায় এই ধরনের চিকিৎসা সেবা প্রদান করে আসছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আমাদের এই কর্মসূচি কিভাবে আরো বাড়ানো যায় সেই প্রচেষ্টা রাখবো এবং সুযোগ হলে পরবর্তীতে আবারো এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের এই কাজ অব্যাহত রাখার চেষ্টা করা হবে। পরে তিনি শিক্ষার্থীদের উদ্যেশ্যে দিক নির্দেশনামূলক কিছু পরামর্শ দিয়ে তার বক্তব্য শেষ করেন এবং আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত এই মেডিক্যাল ক্যাম্পে আবাসিকের প্রায় দের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী উপস্থিত থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here