রুমায় জাতীয় বীমা দিবস পালিত

0
64

উশৈসিং মারমা।।রুমা।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ইনসুরেন্স কোম্পানিতে যোগদানের স্মৃতি স্বরণীয় রাখতে বান্দরবানের রুমা উপজেলায় পালিত হয়েছে জাতীয় বীমা দিবস। এবারের প্রতিপাদ্য ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।

আজ শুক্রবার (১ মার্চ) রুমা উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত বীমা দিবস অনুষ্ঠানের উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ দিদারুল আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন বিভাগের গোয়েন্দা সংস্থাসহ ক্ষুদে শিক্ষার্থীরা।

ভারপ্রাপ্ত ইউএনও বলেন, ১৯৬০ সালের পহেলা মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পূর্ব পাকিস্তানের আলফা লাইফ ইনসুরেন্সে যোগদান করেন। এরই প্রেক্ষিতে ২০২০ সাল থেকে সরকারিভাবে ১ মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। তিনি বলেন, আমাদের জীবন ক্ষণস্থায়ী। এর কোন নিশ্চয়তা নেই। তাই ব্যক্তিজীবনে বীমার গুরুত্ব অপরিসীম। আমাদের দেশে বেসরকারি বীমা কোম্পানি বা প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন ধরনের বীমা নিয়ে কাজ করে থাকেন। এছাড়াও তিনি উপস্থিত সকলকে বীমা করার আহবান জানান এবং বীমার বিভিন্ন ইতিবাচক বিষয় নিয়েও গুরুত্ব সহকারে আলোচনা করেন।
পরে আলোচনার শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রেস তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here