
।। উবাসিং মারমা, রুমা।।
বান্দরবানে রুমায় গাছ বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) রাত নয়টায় মুনলাই পাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- মো: সোহেল হোসেন (৩৪),এমছাড় হাটে লোহাগাড়া এলাকায় মো: সেলিমে ছেলে, রুমা মুসলিম পাড়া এলাকার আসম্মদ ছফা ছেলে নাজিম হোসেন(৩৫) ও একই এলাকার বাসিন্দা মনির আহম্মদ ছেলে সেলিম মিয়া (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধায় দিকে বগালেক থেকে গাছ বোঝাই করে রুমা সদর দিকে আসছিল গাড়িটি। মুনলাইন পাড়া এলাকায় পৌছালে ঢালুতে নামার সময় গাড়িটি ব্রেক ফেল করে ব্রিজের ধাক্কা লেগে খাদে পড়ে যায় । এসময় গাড়িতে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালে প্রেরণ করে।
রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও মোস্তফা রুবেল জানান, এই দুর্ঘটনায় তিনজনই গুরুতর আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।
রুমা থানা উপ পরিদর্শক জহিরুল ইসলাম জানান, গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ তিনজনই গুরুতর আহত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।