রাজস্থলী প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ইউএনও’র মতবিনিময়

0
43

।। উচ্চপ্রু মারমা, রাজস্থলী।।

পেশাদার সাংবাদিকদের সংগঠন রাজস্থলী প্রেস ক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দের সাথে চলমান পরিস্থিতি ও ক্লাবের সকল সদস্য দের  নিয়ে মতবিনিময় করেছে রাজস্থলী  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র।

বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায়  উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীর সঞ্চালনায়  প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খানের সভাপতিত্বে  এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন রাজস্থলী  প্রেস ক্লাবের সহ সভাপতি  চাথোয়াইঅং মারমা,  যুগ্ন সাধারণ সম্পাদক হাবীবুল্ল্যাহ মেজবা, সদস্য মিন্টু কান্তিনাথ, সুমন, নুশরাত জাহান নিশু ও উচ্চপ্রূ মারমা প্রমুখ।

সভায় ইউএনও সজীব কান্তি রুদ্র বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন উল্লেখ করে বলেন, কোনো প্রতিবেদনের জন্য কাউকে যেন অহেতুক ক্ষতিগ্রস্ত হতে না হয়, বিশেষ করে  রাজস্থলী উপজেলায় সুনাম যাতে ক্ষুন্ন না হয় সে ব্যাপারে সতর্কতা অবলম্বন এবং ব্যক্তি স্বার্থে কারো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোন প্রতিবেদন না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, সংবাদ প্রকাশের সময় সরেজমিনে গিয়ে খোঁজ খবর নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিৎ। সাংবাদিকদের যে কোন প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।
রাজস্থলী উপজেলার  উন্নয়ন, অগ্রযাত্রা, সমস্যা-সম্ভাবনাসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন এবং এক্ষেত্রে পেশাদার সাংবাদিকদের সহায়তা কামনা করেন। এছাড়া সাংবাদিকদের পেশাগত  যেকোনো ইতিবাচক বিষয়ে সহায়তার আশ্বাস দেন ইউএনও।

তিনি আরো বলেন, বর্তমানে দেশে বেশী গুজব ছড়ানো হচ্ছে। ফলে গুজবকারীদের বিরুদ্ধে রুখে দিতে হবে। পরে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here