রাজস্থলীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সম্প্রীতি সমাবেশ

0
17

উচ্চপ্রু মারমা।। রাজস্থলী।।

পার্বত্য এলাকার চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে রাঙ্গামাটির রাজস্থলীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩ টার সময় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের দায়িত্বশীলদের অংশগ্রহণে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্প্রীতি সমাবেশের সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বলেন, রাজস্থলী উপজেলা একটি শান্তি প্রিয় এলাকা। এখানে সকল সম্প্রদায়ের মানুষজন একসাথে বসবাস করে আসছেন বছরের পর বছর। পার্বত্য এই উপজেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। রাজস্থলীর সকলের মধ্যে যেই সম্প্রীতি আছে, সেটা ধরে রাখতে হবে। কোন ধরণের সহিংসতা আমরা পছন্দ করি না এবং করবো না। আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই।

গুজবে কান না দিয়ে আর যারা গুজব প্রচার করে তাদের প্রতিহত করে আইন শৃঙ্খলা বাহিনীর সোপর্দ করতে হবে। এই পরিস্থিতিতে সম্প্রীতি বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে সব সময় সর্তকতা বজায় রাখতে হবে।

এই সম্প্রীতি সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর মোহাম্মদ আবদুল্লাহ আল মাহিন, উপজেলা কৃষি অফিসার আবুল খায়ের, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হাসেম মেম্বার, বাজার কমিটির সভাপতি ধনরাম কর্মকার, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিৎ কান্তি বড়ুয়া, রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, হেডম্যান উথিনসিন মারমাসহ কার্বারী এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here