মারিশ্যা জোনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

0
18

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে (২৭ বিজিবি) মারিশ্যা ব্যাটালিয়ন এর পক্ষ থেকে বিওপি/টিওবি কমান্ডার কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়ক এর পক্ষ থেকে বিওপি/টিওবি কমান্ডার কর্তৃক দায়িত্বপূর্ণ সাজেক বিওপি এলাকার পাইলংপাড়া, উদয়পুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার চাকমাপাড়া, কিংকরপাড়া টিওবি’র দায়িত্বপূর্ণ এলাকার কিংকরপাড়া এবং নতুনপাড়া টিওবি’র দায়িত্বপূর্ণ এলাকার নতুনপাড়া নামক স্থানে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এসময় ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল ইন্জিনিয়ার মোঃ মুসতাসির মামুন বলেন, সাধারণ মানুষ এই তীব্র শীতে যেন কষ্টে না থাকে সে জন্য এই ধরনের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here