বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের এক মাসের ত্রাণসামগ্রী বিতরণ করলো দেবতিষ্য ভিক্ষু

0
52

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।

বিলাইছড়ি গত ২৭ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ৫(পাঁচ) পরিবারের মাঝে ১ মাসের ত্রাণ সামগ্রী বিতরণ করলো দেবতিষ্য ভিক্ষু। তিনি ২ দিনের ব্যবধানে আবারও এই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তিনি আর কেউই নন তিনি হচ্ছেন পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাজার সার্বজনীন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ দেবতিষ্য ভিক্ষু।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল ২ টায় তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে  চাউল ৫০ কেজি পেয়াজ ৫ কেজি, রসুন ১ কেজি, চিনি ২ কেজি, চাপাতা ৫০০ গ্রাম,দুধ ৫০০ গ্রাম, সোয়াবিন ৫ লিটার,অরেঞ্জটিকো ৫০০ গ্রাম,সাবান ২ পিস, বল সাবান ২ পিস,মসুর ডাল ২ কেজি,লুডুস ১ পেকেট,বিস্কুট ১ পেকেট,হুইল পাউডার ৫০০ গ্রাম,মরিচের গুড়া ৫০০ গ্রাম , হলুদের গুড়া ৫০০ গ্রাম,আলু ১০ কেজি, ধনিয়া ২০০ গ্রাম, লবণ ২ কেজি। পরিবারগুলো হচ্ছে – রবি বড়ুয়া,সোভন বড়ুয়া, বিতুময় চাকমা, দিপক দাশ এবং ভিম ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন, শিশুসদন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অংচাখ‌্য‌ই মার্মা (কার্বারী),অভয়া তিষ্য ভিক্ষু,প্রিয় নন্দ বড়ুয়া এবং পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থার স্বেচ্ছাসেবকবৃন্দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here