
।।বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আলী হোছেন (৩৫) নামে এক ব্যক্তি পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছে।
আজ শুক্রবার ভোরে ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যাক্তি- নাইক্ষ্যংছড়ি উপজেলার আছারতলী ৮ নং ওয়ার্ডের হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, ভোর দিকে মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তার পা বিছিন্ন হয়ে গেলে ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নংওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শমশুল আলম জানান, ওপার থেকে গরু আনতে গিয়ে মাইন বিষ্ফোরণে আহত হয়েছে। খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।