বান্দরবানে শিক্ষার্থীদের উদ্যাগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু

0
22

।।বান্দরবান প্রতিনিধি।।

পরিষ্কার- পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বান্দরবানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থীরসহ বিভিন্ন সংঠনের সদস্যরা।

শুক্রবার (৯আগষ্ট) সকালে জেলা যুব ও ছাত্র সমাজের উদ্যোগে শহরে বিভিন্ন স্থানে এই পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিছন্নতা কর্মসূচীতে অংশ নেন বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এসময় বান্দরবান পৌরসভা এলাকার সাংগু নদীর তীরবর্তী এলাকায় পড়ে থাকা অসংখ্য ময়লা আর্বজনা পরিস্কার শুরু করে।

শিক্ষার্থীরা জানান, স্বাধীন হয়ে উঠা দেশকে পরিষ্কার ও পরিছন্নতা রাখা শিক্ষার্থীদের দৃঢ় প্রত্যায়। এই দেশকে সবকিছু থেকে মুক্ত রাখতে সকাল থেকে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়েছে। তাই সাধারণ জনগণকে যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্টস্থানে ময়লা ফেলার আহ্বান জানান শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here