জেলা প্রতিনিধি।। বান্দরবান।।
জাতীয় সামাজিক নিরাপত্তার কৌশল হিসেবে পার্বত্য বান্দরবানের সকল মানুষের আত্ম সামাজিক উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে সেবা প্রদান করে যাচ্ছে সমাজ সেবা অধিদপ্তর।
আজ ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে মেঘলা পর্যটন মোটেল প্রাঙ্গণে বান্দরবান জেলা ও সদর উপজেলা সমাজসেবা সেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয় ।
বান্দরবান সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিল্টন মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ । এই সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা পার্বত্য জেলা বান্দরবানের জাতীয় সামাজিক নিরাপত্তার কৌশল হিসেবে বিভিন্ন আলোচনা করেন। সেই সাথে পার্বত্য বান্দরবান জেলার আত্মসামাজিক উন্নয়ন কিভাবে সম্ভব হবে সে বিষয়ে সবার কাছ থেকে মুক্ত আলোচনা ও পরামর্শ গ্রহণ করা হয়। পরিশেষে অতিথিরা সমাজসেবার কার্যক্রমকে যাতে বৃদ্ধি করতে পারে সেজন্য উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।