বাঘাইছড়ি প্রেস ক্লাব গঠন, সভাপতি আব্দুল মাবুদ,সাধারণ সম্পাদক ফারুক

0
31

।।মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি।। 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে দৈনিক সমকাল পত্রিকার বাঘাইছড়ি প্রতিনিধি আব্দুল মাবুদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৭১ টেলিভিশন ও জাতীয় দৈনিক আজকের পত্রিকার বাঘাইছড়ি প্রতিনিধি মোঃ ওমর ফারুক সুমন ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বাঘাইছড়ি প্রেসক্লাবে এক সাধারণ সভায় কমিটি ঘোষণা করা হয়।

সভায় সাংবাদিক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি বাংলাদেশ বেতার এর প্রবীন সাংবাদিক বাবু দিলীপ কুমার দাস।

এসময় প্রেসক্লাবের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে পরবর্তী দুই বছরের জন্য কমিটিতে ঘোষণা করা হয়।

এছাড়াও সহ- সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কর্নফুলী পত্রিকার বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন ও দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকার বাঘাইছড়ি প্রতিনিধি মোঃ মহিউদ্দিন , অর্থ সম্পাদক আলোকিত পাহাড় বাঘাইছড়ি প্রতিনিধি ইমরান হোসেন জুমান, দপ্তর সম্পাদক আর টিভি ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান সোহাগ, প্রচার সম্পাদক দৈনিক আমার সংবাদ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি মোঃ ইব্রাহিম, এবং কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টুডে উপজেলা প্রতিনিধি মোঃ মহিউদ্দিন ও এশিয়া টিভি উপজেলা প্রতিনিধি জগৎ দাস এবং দৈনিক রাঙ্গামাটি উপজেলা প্রতিনিধি মোঃ সালাউদ্দিন শাহিন। এছাড়াও সাধারণ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে দৈনিক প্রথম আলো প্রতিনিধি সাধন বিকাশ চাকমা, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো: জুয়েল রানা, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আবু নাছের ও একুশে পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান।

সভায় সদ্য সাবেক সভাপতি দিলীপ কুমার দাশ ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন কে উপদেষ্টা এবং আজীব সদস্য হিসেবে সিরাজুল ইসলাম কে মনোনীত করা হয়।

এসময় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি পেশাগত দায়িত্ব পালনে সহযোগীতার আহবান জানিয়ে দিলীপ কুমার দাস বলেন, নবগঠিত বাঘাইছড়ি প্রেস ক্লাবটি দেশের মুল স্রোতধারার গণমাধ্যম ও বাঘাইছড়ি পেশাদার সাংবাদিকদের প্রতিনিধিত্ব করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here