বাঘাইছড়িতে বাঁশ ফকির মামার ৩৭তম ওরশ সম্পন্ন

0
26

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে হযরত ওবায়দুল হক প্রকাশ বাঁশ ফকির মামার ৩৭ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সফল ভাবে সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কাচালং বাজার মাজার প্রাঙ্গনে পবিত্র ওরশ শরীফ উপলক্ষে দুর দুরান্ত থেকে এসে বসতে দেখা গেছে হরেক রকমের দোকান এতে জমে উঠেছে মেলা।

জানা যায় দিনব্যাপী অনুষ্ঠানে বাদ যোহর খতমে কোরআন,বাদ আছর কবর জিয়ারত,বাদ এশা মিলাদ মাহফিল ও চেমাহ মাহফিল এবং কাচালং ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ নিরব ইসলাম (সবুজ) এর আমন্ত্রণে চট্টগ্রাম থেকে আগত শিল্পী মঈনদ্দীন সাবিদ এর কন্ঠে রাতভর কাওয়ালী ও ভান্ডারী গানে দর্শকদের আনন্দ বিনোদন দিয়েছে। বাদ ফজর আখেরী মোনাজাত ও তবারুক বিতরণে মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্তি হয়।

মাহফিল এন্তেজামিয়া কমিটির সাথে কথা বলে জানা যায় হযরত ওবায়দুল হক প্রকাশ বাঁশ ফকির মামার ৩৭ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সফল করতে সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। কোন কিছুর ঘাটতি রাখা হয়নি। এসময় নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী, সেচ্ছাসেবক ও যারা আর্থিক সহায়তা করেন এবং উপস্থিত হাজারো দর্শকদের ধন্যবাদ জানানো হয় কমিটির পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here