বাঘাইছড়িতে জমকালো প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

0
46

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেক ইউনিয়নে ৬ ইষ্ট বেঙ্গল বাঘাইহাট সেনাবাহিনীর উদ্যোগে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৩ ঘটিকায় বাঘাইহাট সেনাবাহিনী জোনের আওতাধীন বাঘাইহাট মাঠে জমকালো আয়োজনে বাঘাইছড়ি উপজেলা একাদশ বনাম বাঘাইহাট সেনাবাহিনী একাদশের মধ্যে উক্ত খেলাটি পরিচালিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট সেনাবাহিনী জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা (পিএসসি), বিশেষ অতিথি বাঘাইহাট জোনের উপ অধিনায়ক মেজন ফয়সাল আমিন মোহাম্মদ তারেক (পিএসসি) সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত খেলায় বাঘাইছড়ি উপজেলা ফুটবল একাদশ ও বাঘাইহাট সেনাবাহিনী ফুটবল একাদশ ২-২ গোলে সমতায় থেকে খেলা শেষ করে। পরে উভয় দলকে বিজয়ী ঘোষণা করা হয়, খেলা শেষে সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি বলেন, উভয় দল ভালো খেলা উপহার দিয়েছে, সুন্দর খেলা উপহার দেওয়ায় সকল খেলোয়াড়দের ধন্যবাদ, ভবিষ্যতে এরকম খেলার আয়োজন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here