বাঘাইছড়িতে ছাত্রদলের ধাওয়ায় পালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ

0
46

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

রাঙ্গামাটির  বাঘাইছড়িতে পালাক্রমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে ছাত্রদলের ধাওয়া খেয়ে ব্যানার পোস্টার ফেলে পালিয়ে গেছে নিষিদ্ধ হওয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

গত ৪ জানুয়ারী শনিবার রাতে রুপকারী ইউনিয়নের বড়াদম নব মিলন ক্লাবে এই ঘটনা ঘটে। কাচালং সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক নুর কবির ও বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিন্নাত তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন  নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা শহিদুল ইসলাম মিটুর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য রুপকারী বড়াদম ক্লাবে জড়ো হয়েছে সংবাদ পেয়ে ধাওয়া দেয় জাতীয়তাবাদী ছাত্রদল এসময় ছাত্রদলের উপস্থিতি টের পেয়ে ব্যানার ও পোস্টার ফেলে পালিয়ে যায় নিষিদ্ধ সংগঠন  ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ফেলে যাওয়া এসব ব্যানার ও পোস্টার নিয়ে আসে ছাত্রদলের নেতাকর্মীরা।

পরে চৌমুহনী শাপলা চত্বরে তাত্ক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল, মিছিলটি চৌমুহনী শাপলা চত্বর ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে মুক্ত মঞ্চের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

এসময় বক্তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে উদ্দেশ্য করে হুশিয়ারী উচ্চারণ করে বলেন আজ অন্ধকারে পালিয়ে রক্ষা পেয়েছেন আগামীতে যদি এমন দুঃসাহস দেখান তাহলে কঠোর হাতে দমণ করা হবে এবং ধরে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হবে।

এদিকে বাঘাইছড়ি ছাত্রলীগের তিন সদস্য মাসুম রানা, আশরাফ উদ্দিন রাব্বি, আশিকুর রহমান জয়কে খাগড়াছড়ি বিজয় মেলা থেকে আটক করে থানায় হস্তান্তর করে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা যায় তারা খাগড়াছড়ি থেকে রাত ১০ ঘটিকায় ঢাকা যাওয়ার পথে বিজয় মেলায় ঘুরতে গিয়েছিলো সেখানেই তাদের আটক করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের কোন মামলায় অভিযুক্ত করা হয়েছে তা জানা যায়নি। বাঘাইছড়ি থানার ওসি হুমায়ুন কবীর বলেন বিষয়টি শুনেছি তবে এ বিষয়ে কেও লিখিত অভিযোগ করেনি, এরইমধ্যে পুলিশ টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here