বাঘাইছড়িতে আজিমুশশান সালানা জলসা সম্পন্ন

0
22

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

রাঙামাটি বাঘাইছড়িতে ক্বিরাতুল কোরআন মডেল একাডেমির পরিচালনা কমিটির ও এলাকাবাসীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে আজিমুশশান সালানা জলসা অনুষ্ঠিত।

রবিবার (২৯ ডিসেম্বর)মডেল টাউন জামে মসজিদ প্রাঙ্গণে শুরু হয় সালানা জলসার প্রথম অধিবেশন, এসময় ক্বিরাতুল কোরআন মডেল একাডেমির মাদ্রাসার শিক্ষার্থীরা হামদ নাত ও ক্বেরাত পরিবেশন করেন।বাদ মাগরিবের স্থানীয় আলেমদের আলোচনায় সম্পন্ন হয় ২য় অধিবেশন ও বাদ এশা ৩য় অধিবেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয় সালানা জলসা।

এসময় উগলছড়ি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার ইনর্চাজ মাওলানা মোঃ আতিকুর রহমান এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন ক্বিরাতুল কোরআন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা,পরিচালক, মুহাম্মদ কাউছার উদ্দিন নুরী,স্বাগত বক্তব্য রাখেন ক্বিরাতুল কোরআন মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা হাফেজ মোহাম্মদ হোসাইন, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদীস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী(মঃ জিঃ আঃ)।

উক্ত সালানা জলসায় প্রধান আলোচক,চট্টগ্রাম জামেয়া আদুদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও আঞ্জুমান রিচার্স সেন্টারের পরিচালক, গবেষক মুফতি মাওলানা আবুল হাসেম আল কাদেরী, উদ্ভোধক, সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) সুপার সাহ্জাদা সৈয়দ মুহাম্মদ আব্দুল বারী,বিশেষ আলোচক, চট্টগ্রাম কাতালগঞ্জ,শেখ বাহার উল্লাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নিজাম উদ্দিন কাদেরী।

এসময় নাতে রাসূল পরিবেশন করেন চট্টগ্রাম জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়ার শিক্ষার্থী বিশিষ্ট নাত শায়ের মাওলানা মহিউদ্দিন তানবীর কাদেরী সহ দেশ বরেণ্য ও স্থানীয় আলেম ওলামা, ও অত্র মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।

উক্ত সালানা জলসায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্ম প্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ওয়াজ মাহফিল সমাপ্তি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here