পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক পরিস্থিতি ও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের প্রতি আহ্বান ;  হিল ফ্লেভারস

0
35

স্টাফ রিপোর্টার।।খাগড়াছড়ি।।

খাগড়াছড়ির হিল ফ্লেভারসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ‘‘সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’’ প্লাটফর্মের পক্ষ থেকে সাম্প্রতিক পরিস্থিতি এবং ভবিষ্যতের কর্মপন্থা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে আন্দোলনের পক্ষ থেকে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জুনান চাকমা, রুবেল ত্রিপুরা, ধনরঞ্জন চাকমা ও অনিক চাকমাসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই সংঘর্ষে সংঘটিত হামলা, লুটপাট, এবং জনগণের ওপর পরিচালিত সহিংস ঘটনার নিন্দা জানিয়ে, তারা একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন, এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

‘‘সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’’ প্লাটফর্মের নেতৃবৃন্দ উল্লেখ করেন, তাদের সংগ্রাম শুধুমাত্র সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নয়, বরং দীর্ঘদিনের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে। পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির ২৭ বছর পরও তা পূর্ণাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।

আন্দোলনের পক্ষ থেকে, গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ছাত্র-জনতা একাত্ম হয়ে রাজপথে নেমেছে। তারা মনে করে, রাষ্ট্রের নীতিনির্ধারণে পাহাড়ি জনগণের সঠিক মূল্যায়ন করা হয়নি, যা আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি এবং স্থানীয় প্রশাসনে তাদের প্রকৃত সম্পৃক্ততার পথে বাধা সৃষ্টি করেছে।

সংবাদ সম্মেলনে পাহাড়ি জনগণের অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানানো হয়। “সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন” পক্ষ থেকে, পার্বত্য চট্টগ্রামের অব্যাহত সংকট সমাধানে রাজনৈতিক সদিচ্ছা ও গণতান্ত্রিক পন্থায় সকলকে অংশগ্রহণ করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

এছাড়াও, শিক্ষাব্যবস্থায় সংস্কার, আদিবাসী কোটার পুনর্বহাল এবং সংবিধানে আদিবাসীদের সঠিক মর্যাদা প্রদানসহ অন্যান্য দাবি উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলন শেষে নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পার্বত্য চট্টগ্রামের সংকট সমাধানে ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here