পানছড়িতে জনপ্রতিনিধিদের হুমকির প্রতিবাদে দুস্থানে বিক্ষোভ

0
74

রুপম চাকমা।। বাঘাইছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির পানছড়িতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন করায় নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর ঠ্যাঙাড়ে বাহিনীর হুমকি ও চাঁদাবাজির প্রতিবাদে এবং অবিলম্বে ঠ্যাঙাড়ে সন্ত্রাস বন্ধের দাবিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ও সাজেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ জানুয়ারি ২০২৪) দুপুর ১:০০টায় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ), হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে।

বঙ্গলতলী এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মধ্য দোকান থেকে শুরু হয়ে করেঙাতলী-বাঘাইহাট সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে সত্য চাকমার সঞ্চালনায় ও গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি বিরো চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রামে নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা সভাপতি অমিতা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সদস্য অর্পণা চাকমা ও পিসিপির বাঘঅইছড়ি উপজেলা সভাপতি কিরণ চাকমা।

সমাবেশে অর্পণা চাকমা বলেন, গত ৭ জানুয়ারি বাংলাদেশে প্রহসনমূলক দ্বাদশ সংসদ নির্বাচন শেষ হয়েছে। দেশের প্রায় ৮০% মানুষ এই নির্বাচন বর্জন করেছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে জনগণ স্বতঃস্ফুর্তভাবে ভোট বর্জন করায় সেনাবাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীরা খাগড়াছড়ির পানছড়িতে নির্বাচিত জনপ্রতিনিধি ও মুরুব্বীদের হুমকি দিচ্ছে, মারধর করছে ও মোটা অংকের চাঁদা দাবি করছে। কিন্তু প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নিচ্ছে না। তিনি ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের নিন্দা জানান।

অর্পণা চাকমা বলেন, আওয়ামী লীগ সরকার জোরপূর্বকভাবে প্রহসনমূলক একতরফা নির্বাচন জনগণের ওপর চাঁপিয়ে দিয়ে আবারো ক্ষমতা কুক্ষিগত করেছে। কিন্তু জনগণ এ সরকারকে প্রত্যাখ্যান করেছে।

পিসিপি নেতা কিরণ চাকমা বলেন, পানছড়িতে জনপ্রতিনিধিদের হুমকি প্রদানকারী নব্যমুখোশ সন্ত্রাসীরা বিপুল চাকমাসহ চার খুনের ঘটনায় জড়িত। এক মাসেও প্রশাসন খুনিদের গ্রেফতার না করে আশ্রয়-প্রশ্রয় দিয়ে তাদেরকে লেলিয়ে দিয়ে জনপ্রতিনিধিদের ওপর চাপ সৃষ্টি করছে।
তিনি ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকায় এলাকায় গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশের সভাপতি বিরো চাকমা বলেন, আওয়ামী লীগ সরকার ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের কাছে খেলো হয়ে পড়েছে। এ সরকারকে পার্বত্য চট্টগ্রামসহ দেশের জনগণ বৈধতা দেয়নি। যার কারণে সরকার-সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে তাদের সৃষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের দিয়ে খুন-খারাবিসহ জনপ্রতিনিধিদের হুমকি-ধমকি দিচ্ছে ও তাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করছে।

তিনি ঠ্যাঙাড়ে সন্ত্রাসের বিরুদ্ধে সকল ছাত্র-যুব সমাজকে রুখে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং অবিলম্বে জনপ্রতিনিধিদের হুমকি প্রদানকারী ও বিপুলসহ ৪ খুনে জড়িত নব্যমুখোশ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অপরদিকে একই সময় সাজেক ইউনিয়নের মাচলঙেও উক্ত চার সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেখানে মিছিল পরর্বতী অনুষ্ঠিত সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি নিউটন চাকমার সভাপতিত্বে ও শুক্র চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা শাখার নেত্রী মানসি চাকমা, হিল উইমেন্স ফেডাশেনের বাঘাইছড়ি উপজেলা শাখার সুমা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপায়ন চাকমা।

এ সময় বক্তারা অবিলম্বে পানছড়িতে জনপ্রতিনিধিদের হুমকি প্রদানকারী নব্যমুখোশ সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার ও কঠোর শাস্তির দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here