
বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হত্যা মামলার আসামী আওয়ামীলীগের দোসর দীপক বড়য়া ও তার পরিবারের সদস্যরা বিএনপির নামভাঙ্গিয়ে হত্যা মামলা থেকে অব্যাহতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
আজ সোমবার সকালে বান্দরবান প্রেসক্লাব কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন, ২০১৯ সালে ঘুমধুম ইউনিয়নের মনজয়পাড়ায় ইমন বড়ুয়াকে নির্মমভাবে হত্যা করেন ঘুমধুম ইউনিয়নের আওয়ামীলীগের দোসর দীপক বড়ুয়াসহ তার স্বজনরা। মামলার শেষ পর্যায়ে এসে হত্যা মামলাটি রাজনৈতিক মামলা হিসেবে অব্যাহতি পাওয়ার জন্য আসামীরা তদবির শুরু করেছে। হত্যা মামলার প্রধান আসামী দীপক বড়ুয়া দীর্ঘকাল ধরে দলীয়ভাবে ফ্যাসিবাদী আওয়ামীলীগের নেতা হয়েও বর্তমানে বিএনপি আশ্রয় নিগে আসামীদের বাচানোর চেষ্টা করছেন বলে জানান তারা।
এসময় দীপক বড়ুয়া সঙ্গে আওয়ামীলীগের সংশ্লিস্টতার বিভিন্ন তথ্যচিত্র তুলে ধরেন এবং আসামীরা অব্যাহতি পেলে তাদের পুরো পরিবার হত্যার শিকার হতে পারেন বলে আশংকা প্রকাশ করেন।
সম্মেলনে নিহতের বোন পুতুল রানী বড়ুয়া,প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ মিনারুল হক, সাধারণ সম্পাদক এনএ জাকির হোসেনসহ ভুক্তভোগী পরিবার উপস্থিত ছিলেন।