।।আকাশ মারমা মংসিং, বান্দরবান।।
খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের সাম্প্রদায়িক হামলা ও নিরাপত্তা বাহিনীর ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে নিহত পাহাড়ী-ভাইদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেছে বান্দরবানের সম্মিলিত আদিবাসী ছাত্র জনতা।
গতকাল সন্ধায় সাতটায় শহরে ছোট রাজার মাঠ প্রাঙ্গনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে নিরবতা পালনে মধ্য দিয়ে স্মরণ প্রদীপ জ্বালানো হয়।
এসময় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনে জেলা সভাপতি অংচমং মারমা, নারী নেত্রী ডনাই প্রু নেলী,বিএমএসি সভাপতি উহ্লাচিং মারমাসহ আরো অনেকে।
বক্তারা বলেন, কিছু হিংস্র মানুষ মসজিদ ভাঙ্গা নামে তকমা লাগিয়ে নিরপরাধ আদিবাসী ছাত্রদের নৃশংসভাবে খুন করেছে। দোষ না থেকেও দলবদ্ধ ভাবে লাঠিসোঁটা নিয়ে বারি দিয়ে হত্যা করেছে। এটি কোন তুচ্ছ ঘটনা নয়, এসব জড়িত দোষীদের আইনে আওতায় আনতে হবে। না হলে তাদের বিরুদ্ধে আদিবাসী ছাত্রসমাজ প্রতিহত করা হবে বলে হুশিয়ার দেন।
বক্তারা আরো বলেন, পাহাড়ি-বাঙ্গালী মিলেমিশে পাহাড়ের শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করছি। কিন্তু কিছু কু-চক্র মহল আলাদা রাষ্ট্র কথা বলে সেটিকে উস্কানিমূলক ভাবে সামাজিক অপপ্রচার করা হচ্ছে। পাহাড়িদের নিয়ে আজেবাজে মন্তব্যে করা হচ্ছে। সেটি কখনো মেনে নেয়া যায় নাহ। তাই সকলকে একত্রিত হয়ে প্রতিহত করা হবে বলে আহ্বান জানান তারা।
পরে ছোট রাজার মাঠ থেকে প্রদীপ হাতে নিয়ে শহর ঘুরে পূণরায় একই স্থানে এসে জড়ো হয়। এসময় অংশ নেন সম্মিলিত শতাধিক আদিবাসী ছাত্র জনতা।