নানিয়ারচরে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ইউপিডিএফ সংগঠন পুষ্পস্তবক অর্পণ

0
60

উপজেলা প্রতিনিধি।।নানিয়ারচর।।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাঙামাটির নানিয়ারচরে ইউপিডিএফ (গণতান্ত্রিক) পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে সংগঠনটির উপজেলার সমন্বয়ক এবং চাকমা এর নেতৃত্বে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে নানিয়ারচর বাজার থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে ১মিনিট নিরবতা পালন করেন সংগঠনটির নেতৃবৃন্ধরা। এ সময় বিশাল চাকমা ও রিঝুম চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here