উপজেলা প্রতিনিধি।।নানিয়ারচর।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাঙামাটির নানিয়ারচরে ইউপিডিএফ (গণতান্ত্রিক) পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে সংগঠনটির উপজেলার সমন্বয়ক এবং চাকমা এর নেতৃত্বে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে নানিয়ারচর বাজার থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে ১মিনিট নিরবতা পালন করেন সংগঠনটির নেতৃবৃন্ধরা। এ সময় বিশাল চাকমা ও রিঝুম চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com