নাইক্ষ্যংছড়ি এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের প্রতিবাদে থানচিতে বিক্ষোভ সমাবেশ

0
20

উপজেলা প্রতিনিধি।।থানচি।।

পুলিশ বিজিবি সদস্যদের কঠোর নিরাপত্তায় চাদরে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলা মারমা সম্প্রদায়ের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের প্রতিবাদে থানচিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

থানচি আদিবাসী ছাত্র ও যুব সমাজ আয়োজনের শুক্রবার ২৫ অক্টোবর সকালে বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন, লিপলেট নিয়ে এক বিক্ষোভ মিছিল বাস স্টেশন থেকে থানচি বাজার ও উপজেলা পরিষদ ঘুরে সরকারী উচ্চ বিদ্যালয়ের শেষ করেন। মিছিল শেষে থানচি সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের বাংলাদেশ মারমা ষ্টুডেন্ট কাউন্সিলের সভাপতি অংসিং মারমা সঞ্চালনায় যুব নেতা সিওয়াইমং মারমা সভাপতিত্ব করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মংমে মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অন্যান্যদের মধ্যে সমন্বয়ক রেংহাই ম্রো, সমন্বয়ক অংগ্য মারমা,অনন্তর ত্রিপুরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গত ১৭ অক্টোবর বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের প্রবারনা পূর্নিমা পবিত্র উৎসবের দিনের নাইক্ষ্যংছড়ি বাসিন্দা সেটেলার মতিউর রহমান, মো: সেলিম ও তার গংদের সহযোগীতা নিরিহ পাহাড়ী মারমা সম্প্রদায়ের প্রতিবন্ধী কিশোরীকে গনধর্ষণ করেন। পুলিশ জড়িদের দুইজনকে গ্রেপ্তার করলেও সহযোগী গংদের গ্রেপ্তার করা হয় নি।পাহাড়ে শান্তির চুক্তির পূর্ন বাস্তবায়ন হলে আইন শৃংঙ্খলা বাহিনীদের বৈষম্য আচারণ পরিলক্ষিত হতো না। আইন শৃংঙ্খলার বাহিনীদের পৃষ্ঠপোষকতায় জগন্যত্বম অপরাধ করলে ও পার পেয়ে যাচ্ছে ধর্ষকরা। সহযোগী গংদের অবিলম্বে গ্রেপ্তার ও আদালতে মাধ্যমে যথাযথ শাস্তি ব্যবস্থা গ্রহনের আশু পদক্ষেপ গ্রহনের দাবী করেন আন্দোলনকারীরা।

থানচি থানা ভারপ্রাপ্ত কর্মর্কতা ওসি প্রতিনিধি উপসহকারী পরিদর্শক মো: ইয়ামিন বলেন,বৈষম্য বিরোধী ছাত্ররা পাহাড়ী প্রতিবন্ধী নারীকে ধর্ষনের প্রতিবাদে সমাবেশ ও মিছিলের সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ও পুলিশ দেশের সকলের নিরাপত্তা দেয়ার কর্তব্য ও প্রধান দায়িত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here