নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় মদ সহ আটক-৩

0
60

উপজেলা প্রতিনিধি।।নাইক্ষ্যংছড়ি।।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ কর্তৃক দেশীয় তৈরী চোলাইমদ সহ ৩জনকে আটক করা হয়েছে।

বুধবার ১৩ মার্চ সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি থানার এসআই তৌফিকের নেতৃত্ব নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ রুপনগর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে মদ পাচারের প্রস্তুতি কালে সড়কের পাশ থেকে আনুমানিক ৪০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ বহনকারী ৩ জনকে আটক করে।

আটকেরা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে ৯নং ওয়ার্ডে উক্যইজাই পাড়ার বাসিন্দা মংথুইচিং মার্মা এর ছেলে মংশৈক্য মার্মা(৩৪), একই পাড়ার বাসিন্দা মৃ. বামং মার্মা এর ছেলে ছাইমং মার্মা(২৫) ও অংচাই মার্মা এর ছেলে উনালয় মার্মা(২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ উপস্থিত লোকজনের সম্মুখে জব্দ করে মদসহ তাদেকে হেফাজতে নেন। এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here