
আরাফাত হোসেন বেলাল।।লংগদু।।
রাঙামাটি লংগদু উপজেলার একটি মাত্র ব্রীজের কারণে লংগদু উপজেলার সাথে বাঘাইছড়ি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই এক মাত্র ব্রীজটি হলে দুই উপজেলার লাখো মানুষের ভাগ্যের চাকা ঘুরে দাঁড়াবে। বাড়বে ব্যবসা বাণিজ্য ও উন্নতি হবে শিক্ষার মান।
গত কয়েক যুগ ধরে নেতাদের কাছে একের পর এক তদবির চালালেও কোন কাজ হয়নি দুই উপজেলার এই সংযোগ সেতুটির। তাই বাধ্য হয়ে হাজারো মানুষের সমাগমে মানববন্ধন করেছে স্থানীয় সাধারণ মানুষ।
পরবর্তীতে মানববন্ধনে উপস্থিত হয় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দীন ও উপজেলা প্রকৌশলী শামসুল আলম। দ্রুত দুই উপজেলার সংযোগ সেতুটি তৈরীর কার্যক্রম বাস্তবায়নে কাজ করার আশ্বাস দেন তারা।
এসময় কালাপাকুজ্জা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, ছাত্র নেতা জাহাঙ্গীর আলম সহ অনেকেই বক্তব্য রাখেন।