থানচি সীমান্তে উপজেলা প্রশাসন জরুরী ত্রাণ সামগ্রী প্রেরণ

0
25

মংবোওয়াংচিং মারমা।।থানচি।।

উপজেলা প্রশাসন অবশেষে জরুরী ত্রান সামগ্রী প্রেরণ করা হয়েছে বান্দরবানে থানচি উপজেলা খাদ্য সংকটে বাঁশ কোড়ুল খেয়ে বেঁচে থাকায় ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের জন্য। ১০০ পরিবারের জন্য জরুরী ত্রাণ সামগ্রী মধ্যে চাল ১০ কেজি,ডাল ১ কেজি, তৈল ১ কেজি,লবন ১ কেজি করে থানচি বাজার নদীর ঘাট হতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি মেম্বার মাধ্যমে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার ২৭ আগস্ট বিকাল ৩ টা সময় তিনটি ইঞ্জিন চালিত বোট করে প্রেরন করা হয়।

এর আগের গত ২৬ তারিখে “খাদ্যাভাবে বাঁশ কোড়ল খেয়ে শতাধিক পরিবারে জীবনযাপন” “খাবারের অভাবে কাঁদছে বান্দরবানের দুর্গম কয়েকটি পাড়ার শিশুরা” শিরোনামে দৈনিক আজকের পত্রিকাতে সংবাদটি প্রকাশিত হলে প্রশাসনের নজরে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ মামুন, তিনি সাংবাদিকদের বলেন, থানচিতে দুর্গম এলাকাগুলো নেটওর্য়াক না থাকার আমরা সব খবর ও পায়নি। তারপর ও আপনাদের মাধ্যমে জানতে পেরেছি এবং সঙ্গে সঙ্গে আমি জনপ্রতিনিধি সাথে যোগাযোগ করে খাদ্য সামগ্রী পাঠিয়ে দিয়েছি। আমি উর্ধতম কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদান্ত নিয়েছি, উপজেলা প্রশাসন ও বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে মরবে না এবং না খেয়ে থাকবে সীমান্তে সকল পরিবারকে আসন্ন জুমের ধান কাটার পর্যন্ত তাদের খাদ্য এবং শিশুদের চিকিৎসা ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here