থানচিতে শিশুর হাইমংসিং মারমা সু-চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কামনা 

0
41

রেমবো ত্রিপুরা।।থানচি।।

বান্দরবানের থানচিতে বিরল রোগে আক্রান্ত হয়েছে হাইমংসিং মারমা নামে দশ বছর বয়সী এক শিশু। সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের আপ্রুমং পাড়ার বাসিন্দা হ্লামংচিং মারমা ছেলে হাইমংসিং মারমা (১০)। সে তিমং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেনীর ছাত্র।

শিশুটির পিঠের উপর ছোট বেলা থেকেই ছোট আকারের জন্মগত কালো দাগ ছিল। দুই বছর পর শিশুর পিঠে ঐ কালো দাগ উপর মাংস জমাট হতে শুরু করে। তৈলাক্ত মাংসের মতো ছোট আকারে জমাট হতে শুরু করেছিল। প্রথমে শিশুটির শরীরের তৈলাক্ত মাংসটি না বাড়লেও এখন বাড়তে শুরু করেছে। সেটি এখন বড় আকার ধারণ করেছে মেরুদণ্ড বেঁকে গিয়ে হাঁটতে পারছেনা। এখন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে শিশুর বড় চাচা পাড়ার প্রধান (কারবারি ) উহ্লাঅং মারমা বলেন, শিশুর শরীরের তৈলাক্ত মাংসের জমাট ও মেরুদণ্ড হাড় বেঁকে যাওয়ায় খুবই ভয়ানক হয়ে উঠেছে। সময়মত চিকিৎসা নিতে না পারলে ছেলেটা অবস্থা খুবই খারাপ হবে। বর্তমানে শিশুর অবস্থা জানতে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে এই নম্বরে 01818285372,

শিশুটির বাবা জানান, চলতি মাসে বান্দরবান ইম্মানূয়েল মেডিকেল সেন্টারের, জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডাঃ উ থেন ক্য চেম্বারে চিকিৎসা জন্য নিয়ে যাওয়া হয়েছে। রোগীর দেখার পর ডাক্তার বলছেন, শিশুর এই রোগটি বিরল। এই রোগের চিকিৎসা ব্যায়বহুল ও দির্ঘমেয়াদী চিকিৎসার দরকার পড়বে। সম্ভব হলে দেশের বাইরে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। তিনি হৃদয়বান ব্যাক্তি দের কাছে ছেলের সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here