
থানচি প্রতিনিধি।।
বান্দরবানে থানচি উপজেলার টিএন্ডটি পাড়া জামের মসজিদ ও মাদ্রাসায় অসহায় হত দরিদ্র পরিবারের শীতার্থ এতিম শতাধিক শিশুদের হাতে একটি কম্বল তুলে দিল উপজেলা প্রশাসন।
রবিবার ১২ জানুয়ারী সন্ধ্যা ৬টা এস কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিব গাসান চৌধুরী।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রাণ ভন্ডারে থাকায় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা এ সব কম্বল হাতে তুলে দেয়া হয়।
এ সময় থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, টিএন্ডটি পাড়া জামের মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন,মসজিদের ঈমাম, গন্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।
বিতরন শেষে ইউএনও রাকিব হাসান চৌধুরী বলেন, জামের মসজিদ ও মাদ্রাসায় শতাধিক অসহায় হত দরিদ্র এতিম শিশুরা ইসলাম ধর্মীয় শিক্ষা পাশাপাশি বিভিন্ন স্কুলের সাধারণ শিক্ষা গ্রহন করে থাকেন। শীতের কাঁপছিল দেখে তাদের হাতে কম্বল গুলি তুলে দেয়া হয়েছে।