থানচিতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারে বন্ধে প্রশাসনে অভিযান 

0
23

।।থানচি প্রতিনিধি।।

বান্দরবানে থানচি উপজেলা সদরের অবস্থিত থানচি বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষি পণ্যের বাজার মূল্য মনিটরিং এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি দোকানে পলিথিন ব্যবহারের অপরাধে প্রাথমিকভাবে ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার বাজারে দ্রব্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ইউএনও রাকিব হাসান চৌধুরী ।

মনিটরিংয়ের সময় থানচি বাজারের মাছ- মাংস,শাক- সবজি দোকান ও বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং দ্রব্য পণ্যের মূল্য জানতে চান তিনি। এসময় এক মুদি দোকানের সম্প্রতি সরকারের নিষিদ্ধ করার পলিথিন ব্যবহারের দায়ের থানচি বাজারের মোহাম্মদ ফারুক হোসেনকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০০ টাকা জরিমানা তকরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

এদিকে উপজেলা প্রশাসন কর্তৃক মনিটরিং স্বাগত জানিয়েছেন – সাধারণ মানুষ বলেন, থানচি বাজার , বলিপাড়া বাজার,ও হাসপাতাল সংলগ্ন বাজার, বাসস্টেশনের বাজার নিয়মিত মনিটরিং করা গেলে অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্য-পণ্য বেশি দামে বিক্রি করা সাহস পাবেনা। নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার দাবী জানিয়েছেন- স্থানীয়রা।

মনিটরিং শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী বলেন, বর্তমান সরকার পলিথিন জাতীয় ব্যবহারের নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে এবং বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষি পণ্যের বাজার ক্রয় বিক্রয়ের উপর মূল্য তালিকা টাঙানো বিষয়ে সরকার সর্বদায় সজাগ রয়েছে। সুতারাং প্রশাসন সাপ্তাহিক মনিটরিং এবং ভূক্তভোগিদের চাওয়া পাওয় উপরের ভ্রাম্যমান আদালততে অভিযান অব্যাহত রাখা প্রয়োজনীয়তা আছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here