থানচিতে খ্রিস্টরাজা ও ধর্মপল্লীর ২ পর্বে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 

0
23

উপজেলা প্রতিনিধি।। থানচি।।

বান্দরবানে থানচি উপজেলার খ্রিস্টরাজা ও ধর্মপল্লীর ২ পর্বে ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্ভোধনী অনুষ্ঠান বিপুল উৎসাহ উদ্দীপনা যাত্রা শুরু করেছে।

উপজেলা খ্রিস্টধর্মীয় বহুমুখি প্রতিষ্ঠান শান্তিরাজ মিশন আয়োজনের শান্তিরাজ মিশন মাঠে মঙ্গলবার ০৫ নভেম্বর বিকাল ৩ ঘটিকার সময় টুর্নামেন্ট শুভ উদ্ভোধন শান্তিরাজ মিশনের পাল পুরোহিত ফাদার নিকোলাস নকরেক (সিএসসি), অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা, ত্রিপুরা কল্যান সংসদের সভাপতি শিমন ত্রিপুরা,প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম,সাবেক ইউপি চেয়ারম্যান মালিরান ত্রিপুরা, প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা,যুব নেতা নুমংপ্রু মারমা প্রমূখ।

আয়োজক কমিটি সভাপতি প্রধান শিক্ষক বেনেডিক্ট ত্রিপুরা জানান, সামাজিক ভাবে সম্প্রদায়িক সম্প্রীতি মনোভাবকে লক্ষ্য রেখে থানচি উপজেলা বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে রক্ষনাবেক্ষনের লক্ষ্যে এ মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি।

নক আউট পদ্ধতিতে ২৭ টি ফুটবল প্রেমিক দলের অংশ গ্রহন করেছে। আগামি ২৩ নভেম্বর টুর্নামেন্টটি সমাপ্তি ঘটবে। শুভ উদ্ভোধনী অনুষ্ঠানের শান্তিরাজ প্রাথমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বনাম খুমী চাক্কেউ একাদশের মধ্যে শুরু হয়। প্রায় আধা ঘন্টায় খেলে শান্তিরাজ প্রাথমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুমী চাক্কেউ একাদশকে ১ গোলের এগিয়ে নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here