থানচিতে কেএনএফের ধারায় ট্রাকের আগুন

0
56

থানচি (বান্দরবান) প্রতিনিধি।।

বান্দরবানে থানচিতে সীমান্ত সড়ক নির্মাণের পন্য পরিবহনে ব্যবহৃত ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যরা ঘটিয়েছে ধারণা করা হচ্ছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টা দিকে থানচির বাকলাই সীমান্ত সড়কের ১১ কিলো নামক এলাকায় এ ঘটনা ঘটে।

সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিস যৌথ সহযোগিতায় আগুন নেভানো হয়েছে।  ছবি: রুমা বার্তা
সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিস যৌথ সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ছবি: রুমা বার্তা

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, থানচি উপজেলার বাকলাই ১১ কিঃমিঃ নামক এলাকায় সীমান্ত সড়ক নির্মাণে পন্য পরিবহনে ব্যবহৃত একটি হিনো ডাম্পার ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন মিঞা জানান, বেলা ৪টার সময় নবনির্মিত সড়কে ১১ কিঃমিঃ এলাকায় গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়েছি, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছলে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনা কেএনএফ সদস্যেরা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here