খাগড়াছড়ির গুইমারায় বিলাসবহুল গাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ: তদন্ত চলছে

0
51

।।খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির গুইমারার যৌথ খামার এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে একটি বিলাসবহুল গাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটি খাগড়াছড়ি থেকে গুইমারা বাজারের দিকে আসছিল। পথে, দুর্বৃত্তরা গাড়ির ওপর কয়েকটি ফাঁকা গুলি চালায়। গাড়ির চালকসহ দুই ব্যক্তি জীবন রক্ষার্থে পালিয়ে গেলে, দুর্বৃত্তরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

গাড়ি থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে যে এটি খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার গাড়ি।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, “আমরা অগ্নিসংযোগের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। বর্তমানে গাড়িটির মালিকানা এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে তদন্ত চলছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here