খাগড়াছড়িতে আন্তর্জাতিক যুব দিবসে মানববন্ধন: নতুন বাংলাদেশের জন্য তরুণদের আহ্বান

0
37

।।খাগড়াছড়ি প্রতিনিধি।। 

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার কার্যকর প্রতিফলন চাই’ শ্লোগানে খাগড়াছড়িতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করেছে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।

সনাক সদস্য লালসা চাকমার সভাপতিত্বে শাপলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “বাংলাদেশের তরুণরা অতীতের আন্দোলনগুলিতে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আজকের এই নতুন আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” বক্তারা বিশ্বব্যাপী তরুণদের শক্তির প্রশংসা করে, নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে তরুণদের আহ্বান জানান।

টিআইবি ও সনাক তরুণদের জন্য ১১টি দাবি তুলে ধরেন: ১. বৈষম্যহীন, গণতান্ত্রিক নতুন বাংলাদেশ নির্মাণে সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। ২. রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের রাজনীতিকরণ বন্ধ করতে হবে। ৩. মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘের মাধ্যমে স্বাধীন কমিশন গঠন করতে হবে। ৪. মৌলিক অধিকার, বাকস্বাধীনতা এবং সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ৫. দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারের অবৈধ পদ-পদবী ব্যবহারের পথ বন্ধ করতে হবে।

সনাক ও টিআইবি তরুণদের উদ্দীপনা ও উদ্যোগকে দেশের ভবিষ্যৎ গড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here