কাতারে ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়ানশিপ ফাইনালে “সিলভার মেডেল” অর্জনে উছাইওয়াং মার্মা

0
33

।।  আকাশ মারমা মংসিং বান্দরবান ।। 

কাতারে ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়ানশিপ ফাইনালে “সিলভার মেডেল” অর্জন করেছেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উছাইওয়াং মারমা।

রবিবার (১ ডিসেম্বর) কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের প্রাতিষ্ঠানিক পেজ থেকে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর চারদিন ব্যাপী কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হয় গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ ২০২৪। এই প্রতিযোগিতার ১২ তম এই আসরে বাংলাদেশের একটি দল অংশ নেয়। সে দলের একজন অন্যতম সদস্য বান্দরবানে লামা সরই ইউনিয়নের কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী “উছাইওয়াং মারমা”। এই প্রতিযোগিতার ফাইনালে তিনি সিলভার মেডেল অর্জন করেন।

আরো জানা গেছে, ছেলেটি বাড়ি সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া গ্রামে মেসিং মারমা ছেলে উছাই ওয়ং মারমা। বান্দরবানের দুর্গম পাহাড় থেকে উঠে আসা উছাইওয়াং মারমার বাবা নেই। মা জুমচাষ করেন।২০১৬ সালে ৫ বছর বয়সে তার মা তাকে এই স্কুলে শিশু শ্রেণিতে ভর্তি করান।নিয়মিত পড়াশোনার পাশাপাশি কসমো স্কুলের পারি গণিত ও বিজ্ঞান ক্লাবের একজন সক্রিয় সদস্য হিসেবে যুক্ত হন উছাইওয়াং মারমা।

সংশ্লিষ্টরা জানান, সুযোগ ও পরিবেশ পেলে প্রতিটি শিশুই তার অনন্য মেধার বিকাশ ঘটাতে পারে। উছাইওয়াং মারমার সাফল্য কোয়ান্টামের এ শ্বাশ্বত চেতনায় বিশ্বাসেরই একটি প্রতিফলন মাত্র।

উছাইওয়াংসহ কসমো স্কুলের সকল শিক্ষার্থী যেন আলোকিত মানুষ হয়ে বেড়ে ওঠে। এজন্যে সকলের প্রতি দোয়া ও সার্বিক সহযোগিতা প্রার্থনা জানান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, কোয়ান্টাম পরিবারের সদস্য শুভানুধ্যায়ীদের দান, শ্রম, মমতা ও তত্ত্বাবধানে এখানে আড়াই সহস্রাধিক পাহাড়ি-বাঙালি ছেলে ও মেয়েশিশু আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন আঁকছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here