আলীকদমে সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

0
26

।।আলীকদম প্রতিনিধি।।

বান্দরবানের আলীকদমে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের উদ্যোগে সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জুন) সকাল ১১ টায় আলীকদম দ্যা দামতুয়া হোটেল ইন রেস্টুরেন্ট এর হলরুমে কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.সোহেল রানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা থোয়াইনু মার্মা, উপজেলা মৎস্য অধিপ্তরের ফিন্ড এ্যাসিস্টেন কফিল উদ্দিন, সমাজ সেবা অধিদপ্তরের ইউনিয়ন সুপার ভাইজার শুভদ্বীনি চাকমা,তথ্য আপা অধিদপ্তরের কর্মকর্তা কল্পনা চাকমা, কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ সহায়ক সামশুল হক, মায়েনু মার্মা,শেফালী ত্রিপুরা, জীবন্ত তালুকদার ও মংফ্রু মার্মাসহ প্রমূখ উপস্হিত ছিলেন

বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী বলেন, সামাজিক সুরক্ষায় কি কি সহায়তা দেওয়া হয় এবং কোন দপ্তর থেকে দেওয়া হয় তা সকলের জানা দরকার। সামাজিক সুরক্ষায় প্রাপ্ত সহায়তা নিয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন, ভবিষ্যৎতে সরকারি সুযোগ সুবিধা আরও কমে যেতে পারে। তাই সরকারি ভাবে চালুকৃত সর্বজনীন পেনশন স্কিম সকল কে গ্রহণ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে বিভিন্ন সময়ে কৃষকদের প্রণোদনা সহায়তা দেওয়া হয়। কাজুবাদাম ও কফি চাষাবাদ এর প্রদর্শনী প্লট দেওয়া হবে বলে জানান উপকার ভোগীদের কে। এছাড়াও সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার বিষয়ক সেমিনারে প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর,তথ্য আপা অধিদপ্তর থেকে প্রাপ্ত সহায়তা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here