আলীকদমে অবস্থান কর্মসূচি পালন করল বিএনপি

0
39

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা।।আলীকদম।।

ফ্যাসস্টি শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে বান্দরবানের আলীকদমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকাল ৩ ঘটিকার সময় আলীকদম বাজার সংলগ্ন ফ্যাসস্টি শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আলীকদম উপজেলা বিএনপি আহব্বায়ক মাশুক আহমেদ এর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মনসুর আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিঃ যুগ্ন আহব্বায়ক জুলফিকার আলী ভুট্টো।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সিঃ যুগ্ন আহব্বায়ক মনসুর আলম,আলীকদম সদর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আবুল কালাম,নয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফরিদুল আলম,চৈক্ষ্যং ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম মেম্বার,উপজেলা যুব দলের সভাপতি মোঃ ইলিয়াস মিয়া,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মারুফ উদ্দিন,আলীকদম ছাত্রদলের আহব্বায়ক নুরুচ্ছাফা ভূঁয়াইয়া,উপজেলা কৃষক দলের সভাপতি মীর কাসেম ছুট্রোসহ,স্বেচ্চাসেবক দল, মৎস্য দল, তাতি দল,শ্রমিক দলসহ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচিতে আলোচনা সভায় বক্তারা বলেন,দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার কর্তৃক গুম,খুন,হত্যা ও ব্যাপক দুর্নীতি অনিয়মসহ,সৈরাচারিতার শীর্ষে পৌঁছে গিয়ে ছিল। তারা দেশের সকল স্তরে দলীয় করণ করেছে। স্বৈরাচারি শাসক খুনি শেখ হাসিনাকে ছাত্র- জনতার তুমুল আন্দোলনের তোপের মুখে দেশে থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ ভারতে বসেও সে ভিন্ন অপকর্মের পরিকল্পনা করে যাচ্ছে।

বক্তৃতারা আরও বলেন, স্বৈরাচারি সরকার শেখ হাসিনাকে দ্রুত সময়ে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারে আওতায় আনার জোর দাবি জানান। বিগত সময়ে আন্দোলনে ছাত্র জনতার পাশে থেকে এই দেশকে যে ভাবে ২য় বারের মত স্বাধীন করেছি। আগামীতেও যে কোন পরিস্থিতিতে সর্বোচ্চ শক্তিতে ঝাপিয়ে পড়বো আমরা। এ সময় গুম, খুন ও হত্যার আদেশ দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার ও জোর দাবি জানান বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here