
বান্দরবান প্রতিনিধি।।
শান্তি চুক্তির পর পার্বত্য এলাকায় দুর্গম মানুষের পাশে স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষা নিয়ে সেনাবাহিনী এগিয়ে এসেছে। আগামীতে দৃর প্রত্যায় নিয়ে বান্দরবানে মানুষের কল্যানের জন্য কাজ করে যাবে।
আজ শনিবার বেলা একটায় সদর জোন শেডের ৬৯ পদাতিক ব্রিগেড ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এসব মন্তব্যে করেন ৬৯ পতাদিক ব্রিগেডিয়ার জেনারেল রিজিয়ন কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসান।
রিজিয়ন কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, পাহাড়ের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল সম্প্রদায়ের পাশে থেকে পাহাড়ের শান্তি সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাই সকলকে পাশে থাকার আহ্বান জানান তিনি।
পরে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের যাত্রা সূচনা করেন অতিথিরা।
এসময় জেলা প্রশাসক শাহ মোহাজিদ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাইসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।