মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
HomeUncategorizedঅচিরেই খোলা হবে রুমার পর্যাটন স্পট

অচিরেই খোলা হবে রুমার পর্যাটন স্পট

ডেক্স রিপোর্ট।।রুমাবার্তা।।

বান্দরবানে রুমা উপজেলার পর্যাটন স্পটগুলো সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও জনপ্রতিনিধিদের সহযোগিতার মাধ্যমে অচিরেই খোলা হবে, পাশাপাশি দুর্গম এলাকায় যে প্রাথমিক বিদ্যালয় গুলোতে সন্ত্রাসী কর্মকান্ডের জন্য বন্ধ রাখা হয়েছে সে বিদ্যালয় গুলোতে খোলার পরিস্থিতি তৈরি করে শিক্ষা পাঠদান রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন কর্মকর্তা মো.আদনান চৌধুরীকে। একই সাথে বম জনগোষ্ঠীদের মাঝে ত্রাণ সহযোগিতা দেওয়ার কথা বলে আশ্বাস প্রদান করেন বান্দরবান জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি।

তিনি মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলা হলরুমে আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকেই তিনি এসব কথা বলেন।

আইন শৃঙ্খলা সভায় নির্বাহী অফিসার মো.আদনান চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোনের ক্যাপ্টেন নির্ঝর, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, চার ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকসহ আরো অনেকে প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শন করে বগালেক এলাকা ও মুনলাইন পাড়াতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মাঝে চাউল বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: