লংগদুতে ছায়াযুক্ত স্থানে আদা চাষের ওপর কৃষক মাঠ দিবস

0
20

আরাফাত হোসেন বেলাল।। লংগদু।।

মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় (মঙ্গলবার ১৪ জানুয়ারি) রাঙামাটির লংগদুতে ছায়াযুক্ত স্থানে আদা চাষ প্রযুক্তির উপর কৃষক মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লংগদু উপজেলা হর্টিকালচার সেন্টারের ব্যবস্থাপনায়  উপজেলার আলতাফ মার্কেট এলাকায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম।

লংগদু হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ কৃষিবিদ আসিফ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক জনাব জয়নাল আবেদিন সহ অনেকেই। অনুষ্ঠানে দেড় শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। ছায়াযুক্ত স্থানে আদা চাষ প্রযুক্তিতে আদা চাষ’ বৃদ্ধি জাত নির্বাচন,জমি নির্বাচন,রোগ বালাই ও কৃষকদের করণীয় সম্পর্কে এসময় অতিথিরা বক্তব্য রাখেন।

লংগদু উপজেলা কৃষি  অফিসার রেজাউল করিম বলেন, এপ্রিল-মে মাস আদার কন্দ রোপণের উপযুক্ত সময়। এবং ডিসেম্বর জানুয়ারি তে আধা উত্তোলনের সঠিক সময়,আদা মূলত পাহাড়ি এলাকায় ভাল হয়।আদার দাম অনেক বেশি।

হর্টিকালচার সেন্টার লংগদুর উদ্যানতত্ত্ববিদ কৃষিবিদ আসিফ মাহমুদ আরো বলেন, আমরা কৃষক কে আদা চাষে উদ্বুদ্ধ করছি, কারিগরি সহায়তা এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। বিভিন্ন স্থানে খোঁজ করে ভালোমানের বীজ সংগ্রহে সহায়তা করছি। “দেশে পেঁয়াজ, আদাসহ বিভিন্ন মসলা জাতীয় পণ্যের চাহিদা মেটাতে আমাদের ভারত অথবা অন্যদেশের উপর নির্ভরশীল থাকতে হয়। অথচ আমাদের দেশের পতিত জমিতে আধুনিক পদ্ধতিতে এসব পণ্য আবাদ করলে আর ভারত অথবা অন্যদেশের উপর নির্ভরশীল থাকতে হবে না। বাগান অথবা অন্যান্য ছায়াযুক্ত পতিত জমিতেই বস্তায় আদা চাষ করে লাভবান হওয়ার পাশাপাশি দেশের চাহিদা মেটানো সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here