রাইখালীতে মন্দিরের উন্নয়নের অর্থ অনুদান দিলেন সবুজ মারমা

0
12

উচ্চপ্রু মারমা রাজস্থলী।।

কাপ্তাই রাখালী ইউনিয়নের রাইখালী ত্রিপুরা কালী মন্দির উন্নয়নের জন্য ৮০ হাজার টাকা অনুদান দিলেন মানবতার ফেরিওয়ালা সচেতন মারমা নাগরিক সমাজের প্রধান উপদেষ্টা সবুজ মারমা।

গত সপ্তাহে রাইখালী ফেরিঘাটে অসহায় প্রতিবন্ধী কালাচান চাকমাকে হুইল চেয়ার দিয়ে এলাবাসীর নিকট প্রশংসা কুড়িয়েছে তিনি।

রবিবার সন্ধায় শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির পরিচালনা কমিটির কার্যালয়ে এসে কমিটির নেতৃবৃন্দের হাতে মন্দির উন্নয়নের জন নগদে ৮০ হাজার টাকা প্রধান করেছেন সচেতন মারমা নাগরিক সমাজের প্রধান উপদেষ্টা সবুজ মারমা।

এসময় উপস্থিত ছিলেন রাইখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম মেম্বার, স্থানীয় কারবারি ইউসুফ তালুকদার, মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা অজয় কুমার সেন ধনা,সাধন দাশ উজ্জ্বল, মিলন কান্তি দে,নিম্মল চন্দ্র ঘোষ, সভাপতি বিপ্লব সেন লাথু, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী সাধু,যুগ্ন সম্পাদক অমর দাস,কোষাধ্যক্ষ কার্তিক চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক চন্দন চৌধুরী প্রমুখ।

এদিকে মন্দিরের জন্য আর্থিক অনুদান প্রদান করায় সচেতন মারমা নাগরিক সমাজের প্রধান উপদেষ্টা সবুজ মারমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মন্দির পরিচালনা কমিটির ও উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here