
মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বাঘাইছড়ি পৌর শাখাধীন এক ও দুই নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠিত।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধায় কৃষক দলের অস্থায়ী কার্যালয়ে এক সভার মধ্য দিয়ে পৌর কৃষকদলের এক ও দুই নং ওয়ার্ড কমিটি যৌথ স্বাক্ষরে অনুমোদন দেয় পৌর কৃষক দলের সভাপতি মো: ইব্রাহীম ও সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম।
এক নং ওয়ার্ড কমিটিতে সভাপতি পদে শামসুল হক, সাধারণ সম্পাদক আজিজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে আবুল খায়ের সহ ২৩ সদস্যদের কমিটি গঠিত হয়।
অপর দিকে দুই নং ওয়ার্ড কমিটিতে সভাপতি পদে জাহেদ আলী, সাধারণ সম্পাদক পদে ছিদ্দিক আলী ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মহসিন সহ ২১ সদস্যের কমিটি গঠিত হয়।
এ সময় অতিথিদের মধ্যে উপজেলা কৃষক দলের সভাপতি মো: আমান উল্লাহ, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম ও পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত উপস্থিত ছিলেন।
পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা দ্রুত সময়ে পৌরসভার সকল ওয়ার্ডের কমিটি গঠন করে মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবো এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করার লক্ষে বাঘাইছড়িতে কৃষকদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।