জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বাঘাইছড়িতে আগম উপলক্ষে সংবর্ধনা

0
83

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বাঘাইছড়ি উপজেলায় শুভ আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ির কাচালং ব্রিজে অতিথিদের ফুল দিয়ে বরণ শেষে বর্ণাঢ্য র‍্যালী বের করে উপজেলা’র গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে উপজেলা প্রশাসনিক মিলনায়তন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‍্যালীতে জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: হাবিবুর রহমান হাবিব ও পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বখতিয়ার হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: নুর উদ্দিন রাজু।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপি’র সভাপতি মো: নিজাম উদ্দিন বাবু।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপি’র সভাপতি ওমর আলী।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, রাঙ্গামাটি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু নাছের, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বেলাল হোসেন সাকু।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদুল আলম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন জুমান সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আজ আমরা আবারো সেচ্ছাসেবক দলের সংর্বধনা অনুষ্ঠান পালন করতে যাচ্ছি। যে প্রোগ্রাম টি ২০২২সালে ২৬শে আগষ্ট স্বৈরাচারী সরকারের দোসর গুন্ডা বাহিনী আমাদের কে সমাবেশটি করতে দেয় নি। আমরা প্রোগ্রাম করে আবারো দেখিয়ে দিবো বিএনপি কখনো সন্ত্রাসের রাজনীতি করে না। বিএনপি সব সময় সাধারণ মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দল, যা দেশের মানুষের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

বক্তারা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here