
জেলা প্রতিনিধি।।খাগড়াছড়ি।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ফুল দিয়ে বরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ ২০২৫) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শতাধিক সুবিধাভোগী ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ও পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, ও জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. শাহজাহান প্রমুখ।
বিতরণকালে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “প্রতিবন্ধীদের পাশে আমরা সবসময় আছি। তারা আমাদেরই সন্তান। তাদের যে কোনো প্রয়োজনে প্রশাসন পাশে থাকবে।”
একই দিন জেলার পানছড়িতে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।





