
জেলা প্রতিনিধি।।খাগড়াছড়ি।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ফুল দিয়ে বরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ ২০২৫) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শতাধিক সুবিধাভোগী ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ও পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, ও জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. শাহজাহান প্রমুখ।
বিতরণকালে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “প্রতিবন্ধীদের পাশে আমরা সবসময় আছি। তারা আমাদেরই সন্তান। তাদের যে কোনো প্রয়োজনে প্রশাসন পাশে থাকবে।”
একই দিন জেলার পানছড়িতে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com